নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ওরফে শান্ত’র বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রী আদালতে হাজির হয়ে জবানবন্দি দিয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ওই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে সিঁড়ির পাশে অন্য আরেকটি কক্ষে শ্লীলতাহানির চেষ্টা চালায় অভিযুক্ত শিক্ষক। এ সময় তার চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তিনি সটকে পড়েন। পরে বাড়িতে গিয়ে ভুক্তভোগী ঘটনাটি তার পরিবারকে জানায়। এ ঘটনায় গত ৫ই অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ছাত্রীর বাবা। পরে ৭ই অক্টোবর থানার লিখিত অভিযোগ দেন। তদন্ত শেষে ৯ই অক্টোবর রাতে মামলাটি রেকর্ড করা হয়। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সরোয়ার জাহানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন বলেন, তদন্ত প্রতিবেদন পেলে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রী দুপুরে আদালতে জবানবন্দি দিয়েছে। তিনি আরও বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।