ছাত্রীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে ছাত্রী অবাধ চলাফেরা, নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় স্থাপনে বাজেটে অগ্রাধিকার দেয়ার প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচার শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট প্রস্তাবনা তুলে ধরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা পেশ করেন সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর।
বাজেট প্রস্তাবনায় ছয় দফা নীতিগত দাবি ও খাতভিত্তিক প্রস্তাবনা পেশ করা হয়। দাবিগুলো হলো, সব শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার রাষ্ট্রকে বহন করা, বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষা গ্রহণে বিশেষ প্রণোদনা দেয়া, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে সহজ শর্তে ঋণ গ্রহণ ব্যবস্থা চালু ও তা সহজলভ্য করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ভার কমাতে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা উন্নয়নে থোক বরাদ্দ দেয়া এবং ছাত্রীদের অবাধ চলাফেরা, নিরাপত্তা নিশ্চিত করতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলাদা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকার দেয়া।
বর্তমানে দেশে ছাত্রীদের জন্য বিশেষায়িত কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে। এগুলোর মধ্যে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, সেন্ট্রাল, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি অন্যতম।