বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার রাকিবুল ইসলাম বুলেটের (২০) মরদেহ চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুলেট মহিষকান্দি গ্রামের মো. জাহাঙ্গির হোসেন হাওলাদারের ছেলে। লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর চক বাজার মডেল থানার ওসি মংচেনলা।
গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় দাস এবং চক বাজার মডেল থানার ইন্সপেক্টর আবুল খায়ের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে ঢাকার চানখারপুল এলাকায় গুলিতে নিহত হন রাকিবুল ইসলাম বুলেট। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর সাবেক এমপি হাজী মো. সেলিমসহ ১৫২ জনকে আসামি করে ঢাকার চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আরো ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
জাহাঙ্গীর হোসেন জানান, ৫ আগস্ট ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বৈষম্যবিরোধী ছাত্রদের সহায়তায় রাকিবুলের লাশ বাড়িতে আনা হয়। রাতেই বুলেটের লাশ ময়না তদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাকিবুল চানখারপুল এলাকায় একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতো। সে ছাত্রদলের কর্মী ছিলেন। ওসি মংচেনলা জানান, ডিএমপির চকবাজার থানার মামলায় আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য রাকিবুলের লাশ উত্তোলন করা হয়েছে।