দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বন্ধু ও ছোট ভাইদের নিয়ে বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন আল আমিন।
শনিবার (৪ মে) দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ভেতরে এ ঘটনা ঘটে।
আল আমিন নগরীর চান্দনা এলাকার বাসিন্দা এক্তার আলীর ছেলে। তাঁদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজাহার হাট এলাকায়। আল আমিন স্থানীয় চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।
আল আমিনের ভগ্নিপতি ইকবাল হোসেন জানান, শনিবার দুপুরে বন্ধু, ছোট ভাইসহ আল আমিন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যান। এ সময় ৪-৫ ছিনতাইকারী আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে তারা বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক জানান, শনিবার দুপুর ১২টার দিকে আল আমিন, তাঁর খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও তিনি ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যান। পরে সেখানে তাঁরা ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হন। তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১টার দিকে তিনি মারা যান।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।