ছেড়ে গেলো বউ, মামলা হলো অ্যাপলের বিরুদ্ধে - দৈনিকশিক্ষা

ছেড়ে গেলো বউ, মামলা হলো অ্যাপলের বিরুদ্ধে

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

বিচ্ছেদের জন্য আইফোনকে দায়ী করে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন ইংল্যান্ডের এক ব্যক্তি। বিচ্ছেদের কারণে আইন অনুযায়ী, সদ্য সাবেক স্ত্রীকে ৫০ লাখ পাউন্ডের বেশি অর্থ দিতে হয়েছে তাঁকে। এই অর্থের পুরোটাই অ্যাপলের কাছে ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন তিনি।

সংবাদমাধ্যম টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মামলাকারী রিচার্ড (ছদ্মনাম) একজন ব্রিটিশ মধ্যবয়সী ব্যবসায়ী। মামলায় তিনি অভিযোগ করেন, মেসেজ ডিলিটের বিষয়ে আইফোনের পক্ষ থেকে তাঁকে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। ফলে পুরোনো কিছু মেসেজের কারণে তাঁর বিচ্ছেদ হয়েছে এবং মোটা অঙ্কের অর্থ দিতে হয়েছে। 

কয়েক বছর আগে ‘আই মেসেজ’ ব্যবহার করে বেশ কয়েকজন যৌনকর্মীর সঙ্গে বার্তা আদান-প্রদানের মাধ্যমে দেখা করেছিলেন রিচার্ড। সাক্ষাতের পর যৌনকর্মীদের সঙ্গে হওয়া কথোপকথনগুলো ডিলিট করে দিতেন। ভেবেছিলেন মেসেজগুলো ডিলিট করে দেওয়ায় কোনো প্রমাণ থাকবে না। কিন্তু ঘটনা হয়েছে উল্টো।  

সম্প্রতি রিচার্ডের স্ত্রী তাঁদের পারিবারিক আইম্যাকে প্রবেশ করে হিস্ট্রিতে ডিলিট করে দেওয়া মেসেজগুলো দেখতে পান। মেসেজ পড়ে সবকিছু জানতে পারেন তিনি। এক মাসের মধ্যেই বিচ্ছেদের আবেদন করেন স্ত্রী। রিচার্ডের ভাষ্য, এ ঘটনার পর তাঁর জীবনে নরক নেমে আসে।

টাইমসকে রিচার্ড জানান, ঘটনাটি তাঁর জীবনে মারাত্মক পরিণতি নিয়ে এসেছে। বেশ কয়েকবার তাঁর প্যানিক অ্যাটাকের পাশাপাশি হৃদরোগের ঝুঁকি দেখা দিয়েছিল। তাঁর স্ত্রীও বড় আঘাত পেয়েছেন। আর আর্থিক ক্ষতি তো হয়েছেই।

রিচার্ডের অভিযোগ, ‘আই মেসেজ’ দিয়ে অন্য কোনো আইফোনে মেসেজ পাঠালে অ্যাক্সেস থাকা পরিবারের অন্যান্য অ্যাপল ডিভাইস দিয়ে যে এটি দেখা সম্ভব হয়, সেই বিষয়টি ব্যবহারকারীদের কাছে পরিষ্কার করেনি প্রযুক্তি কোম্পানিটি। এর খেসারত দিতে হয়েছে তাঁর মতো অনেককে।

লন্ডনের ‘রোজেনব্লাট’ নামের একটি ল ফার্মের মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনা করছেন রিচার্ড। অ্যাপলের কাছ থেকে শুধু বিচ্ছেদের অর্থই নয়, এর সঙ্গে মামলাসংক্রান্ত কাজের আইনি খরচও দাবি করেছেন তিনি। তবে অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের - dainik shiksha হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস - dainik shiksha নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর - dainik shiksha অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0089218616485596