দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশ চন্দ্র বসুর নামে গবেষণাধর্মী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন।
বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে পত্র দেয়া হয়েছে।
মন্ত্রণালয়টির যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত এই পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের 'কবরি হল' এ জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মুক্ত আলোচনা অনুষ্ঠান হয়। উক্ত মুক্ত আলোচনায় প্রস্তাবটি উপস্থাপিত হয়।
প্রসঙ্গত, মুক্ত আলোচনায় এই প্রস্তাব উপস্থাপন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
তার প্রস্তাব উপস্থাপনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশ চন্দ্র বোসের নামে গবেষণাধর্মী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে পুরো জেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।