পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আইনি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার জন্য ও আমাদের মানবধিকারের সবকটি বিষয় সমুন্নত রেখে আইনগত প্রক্রিয়া চালাতে পারি সে চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এজন্য কোথায়-কোথায় কী নির্দেশনা যাওয়া প্রয়োজন সেটা কমিটি ঠিক করে জানিয়ে দেবে। আরেকটা বিষয় হলো, বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন মানুষ প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদ তারা করতেই পারেন কারণ বহুবছর তারা কোনো কথা বলতে পারেননি।
প্রতিবাদের কারণে যেনো জনজীবনে বাড়তি কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদের সঙ্গে সরকারের কী করে একটা সমন্বয় করা যায় সেটাও দেখা হবে।
প্রতিবাদটা কোথায় হলে, কেমন হলে ভালো হয়, অনির্দিষ্টকালের জন্য না করে যারা প্রতিবাদ করছেন তাদের মুখপাত্রের সঙ্গে সরকারের মুখপাত্র বসে এটার সমাধানের জন্য একটা উপায় বের করা হবে, যোগ করেন তিনি।