দৈনিক শিক্ষাডটকম, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস-পরীক্ষা চলাকালীন সকল কলাপসিবল গেট খোলা রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও এসি কক্ষগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে বলা হয়েছে। সম্প্রতি রাজধানীর বেইলি রোডসহ বেশ কয়েকটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, নিরাপত্তা জনিত কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন,ক্লাস,অফিস কক্ষ,বারান্দা ও সিড়িসমূহের যে সকল স্থানে কলাপসিবল গেইট রয়েছে সেই গেইটগুলো খোলা রাখতে হবে। পাশাপাশি যেসকল ক্লাস,ল্যাব ও অফিস কক্ষে এসি রয়েছে সেসব জায়গায় অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. সাদেক হালিম জানান, সম্প্রতি রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবনই কোন না কোনভাবে ঝুঁকিপূর্ণ। তাই দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপক ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ ও কলাপসিবল গেইটগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর দেখভালের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।