চব্বিশের গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গণঅভ্যুত্থান স্মৃতিচারণ। অনুষ্ঠানে গল্পে-গল্পে শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামের দিনের স্মৃতিচারণ করেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহত এবং বীরত্বের সঙ্গে লড়াই করা শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, নতুন বাংলাদেশ নিয়ে আশা-আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এ সময় আহত অংশীজনদের উত্তরীয় হিসেবে জাতীয় পতাকা দেয়া হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান ইমন বলেন, ২৪'র গণঅভ্যুত্থানে আহত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বীর সৈনিকেরা উপস্থিত থেকে নিজেদের বীরত্বের স্মৃতিচারণ করেছে। পাশাপাশি নিহত হওয়া প্রত্যেক ভাইদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। বর্বরতার শিকার হওয়া প্রত্যেকের বক্তব্য ছিলো ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার করা। এ ছড়া ক্যাম্পাস সংস্কারে দ্রুত সবাই হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার করার শপথ নিয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, গণ-অভ্যুত্থানের পর আমাদের অন্যতম প্রধান কাজ ছিলো লড়াইয়ে যাদের ত্যাগটা বেশি তাদের কথা শোনা। সেই জায়গা থেকে আমরা আজকের এই আয়োজন করেছি। যেখানে আমরা প্রাধান্য দিয়েছি আন্দোলনের অংশীজনদের। সামনের দিনগুলোতে তাদেরকে সঙ্গে নিয়েই আমরা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংস্কারে কাজ করতে চাই।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।