দৈনিক শিক্ষাডটকম, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঢাকা দক্ষিণ অঞ্চলের ‘১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ গণিত সমিতি এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অলিম্পিয়াডের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। এছাড়াও স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াড আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. সরোয়ার আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অলিম্পিয়াড আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তাক আহমেদ।
প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা দক্ষিণ অঞ্চলের মোট ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে। তারা হলেন বুয়েটের অনিন্দ্য বিশ্বাস, ঢাবির মালিক সাবিহা তাসনিম, বুয়েটের মো. আশরাফুল ইসলাম ফাহিম, আবরার তানভির ত্বকি, জবির সালিম সাদমান সালভি, ঢাবির অভয় রয়, বুয়েটের তাহজিব হোসাইন খান, জবির উৎপল বাড়ই এবং বুয়েটের ফুয়াদ আল আলম ও সাবন্নি সিকদার।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।