জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। রোববার 'অন্তরে তুমি আছ চিরদিন' প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগীত বিভাগ।
অনুষ্ঠানে সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ্।
ড. কামালউদ্দীন আহমদ বলেন, আমাদের জাতীয় চেতনায় কাজী নজরুল ইসলামের প্রভাব অতূলনীয়। প্রেম বিদ্রোহ ও সাম্যবাদের শিক্ষায় নজরুল আমাদের গর্ব। সংগীত বিভাগ যেভাবে এসব দিবস উদযাপন করছে প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন প্রযোজনাতেও তাঁদের অংশগ্রহণ লক্ষণীয়। এই ইতিবাচক ধারাটা অব্যাহত থাকুক।
ড. ঝুমুর আহমেদ বলেন, জীবনের বৈচিত্রময় দিনগুলিতে নজরুল ছিলেন অসাধারণ এক শিল্পস্রষ্টা। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রেম ও বিদ্রোহের সামঞ্জস্য নিয়েই তাঁর আবির্ভাব। প্রয়াণ দিবসে তাঁর প্রতি শুদ্ধা জানিয়েই আমাদের এ আয়োজন।
রুদ্রভৈরব রাগের ও রাগে বাঁধা নজরুলের গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর একে একে গান পরিবেশন করেন সংগীত বিভাগে শিক্ষক ও শিক্ষার্থীরা। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।