খাবার খাওয়ার পর বিল চাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যান্টিন ম্যানেজার মো. তুষারকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতা সাজবুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের নিচতলায় ক্যান্টিনে এ ঘটনা ঘটে। এতে ক্যান্টিন ম্যানেজার তুষার মাথায় গুরুতর জখম হন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়।
আহত ক্যান্টিন ম্যানেজার তুষার বলেন, ‘কয়েক পেলেট (থালা) খাবার নেয়ার পর বিল চাইলে ছাত্রলীগ নেতা মিরাজ বিল দেবে বলে জানান সাজবুল। আমি শুধু বলেছিলাম মিরাজ ভাইকে একটু ফোন দিয়ে জানান। তখনই সে রান্নাঘরের ভেতরে ঢুকে লোহার চামচ দিয়ে আমাকে মারধর শুরু করে।’
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম বলেন, ‘আমি কিছু জানি না। আমি এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত না।’
এদিকে সাজবুল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী বলে জানা গেছে। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, কোনো ব্যক্তির দায়ভার সংগঠন নেবে না। সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত জুনে রাষ্ট্রপতির ছেলের গাড়িচালকে মারধরের ঘটনায় করা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সাজবুল ইসলামকে। তবে পুলিশ তাকে পলাতক দেখিয়েছে।