আগামীকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দেশের নয়টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ।
‘বাঙালি, মুক্তিযুদ্ধ ও বিজয়গাঁথা’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করবেন দেশ বরেণ্য শিল্পী এমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন।
অনুষ্ঠানের আলোচনা পর্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পতাত্ত্বিক অধ্যাপক আবুল মনসুর, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পলেখক ও শিল্পী মইনুদ্দীন খালেদ।