জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। এরপর সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল বা মুজিব মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং বাদ জোহর কোরাআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে।