দৈনিক শিক্ষাডটকম, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরই ধর্মীয় উৎসব হিসেবে জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজার উদযাপন হয়ে থাকে। এ বছরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃহৎ পরিসরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। বুধবার ক্যাম্পাসে বিভাগ, ইনিস্টিটিউট ও হল মিলে মোট ৩৬টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে।
মঙ্গলবার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল।
তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রতি বছর আমরা সরস্বতী পূজা বৃহৎ পরিসরে উদযাপন করি। এ বছর বিভাগ, ইনিস্টিটিউট ও হল মিলে ৩৬টি মণ্ডপে পূজা করা হচ্ছে। সব প্রস্তুতি নেয়া হয়েছে। মণ্ডপগুলো সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরদার থাকবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সরস্বতী পূজা উপলক্ষে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের সাথে মিটিং করা হয়েছে। পূজায় সবাই সতর্ক অবস্থানে থাকবে। সুষ্ঠুভাবেই পূজা উদযাপন সম্ভব হবে।