জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন অ্যাকাডেমি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি। বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে কেন্দ্রীয় এ লাইব্রেরিতে আসন সংখ্যা মাত্র ৩৫০ টি।
কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অভিযোগ অন্য বিশ্ববিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধা নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। আসন সংকট, পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা না থাকা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত না থাকা ও ইর্মাজেন্সি এক্সিট ব্যবস্থার অনুপস্থিতিসহ নানাবিধ সমস্যা রয়েছে লাইব্রেরিতে।
লাইব্রেরিতে নিয়মিত পড়তে যাওয়া চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে জানান, লাইব্রেরিতে আসন সংখ্যা তুলনামূলক কম। চেয়ারগুলো এতো কাছাকাছি যে ঠিকভাবে বসা কষ্ট হয়ে পড়ে। এছাড়া পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থাও নেই।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, লাইব্রেরিতে ফ্যানের সংখ্যা কম। আবার এসিও নেই। গরমে কষ্ট করতে হয় অনেক সময়। ইমার্জেন্সি এক্সিটও নেই। কোনো দুর্ঘটনা হলে দ্রুত রুম থেকে বের হওয়াও সম্ভব না।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মো. এনামুল হক দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ে জায়গার সংকট। সেন্ট্রাল লাইব্রেরিতে আসন সংখ্যা শিক্ষার্থী অনুপাতে কম তবে নতুন ক্যাম্পাসের কাজ শেষ হলে এ সমস্যা দূর হবে। তাছাড়া আসন সংখ্যা এখন বাড়ানো সম্ভব হবে বলে মনে হয় না। আমরা সেন্ট্রাল লাইব্রেরি পুরোটা এসি করার কথাও বলেছিলাম সেটাও কবে নাগাদ বাস্তবায়ন হবে তার কোনো নিশ্চয়তা নেই।