দৈনিক শিক্ষাডটকম, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করা হয়েছে। হলের নামে বেগমের স্থলে যুক্ত করা হয়েছে ‘বঙ্গমাতা’।
সরেজমিনে, সোমবার বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নামের আগে ‘বেগম’ এর স্থলে ‘বঙ্গমাতা’ যুক্ত দেখা যায়।
এ বিষয়ে গত ৫মে একটি প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত 'বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল' এর নাম পরিবর্তন করে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব' করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে হল প্রভোস্ট ড. দীপিকা রাণী সরকার বলেন, জাতীয়ভাবে তো 'বঙ্গমাতা' লেখা। আমরা সেই নামেই ফিরে গিয়েছি। নাম পরিবর্তনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উঠানো হয়। সেখান থেকে অনুমোদন পেয়ে নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে অনুমতি নেয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় নাম পরিবর্তন করা হয়েছে। এবিষয়টি নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত।
এর আগে ছাত্রী হলের নামের আগে 'বঙ্গমাতা' যুক্ত করার দাবি জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি বলেন, আমাদের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতার নামে। কিন্ত এই নামের সঙ্গে বঙ্গমাতা যুক্ত ছিলো না। নামটি অসম্পূর্ণ ছিলো। এজন্য ছাত্রী হলের একটি প্রোগ্রামে আমি হলের নামের সঙ্গে 'বঙ্গমাতা' যুক্ত করা দাবি জানাই। বিষয়টি আমলে নিয়ে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিয়েছে এজন্য ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসকে ধন্যবাদ জানান তিনি।