দৈনিক শিক্ষাডটকম, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের অধীন মুট কোর্ট সোসাইটি গঠন করা হয়েছে। বৃহষ্পতিবার বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত প্রথম অন্তবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ সোসাইটির কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শারমীন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। মুট কোর্ট কম্পিটিশনের একটা আলাদা আনন্দ আছে। এটা শিক্ষার্থীদের কনফিডেন্স বৃদ্ধি করে এবং স্মার্ট হয়ে উঠতে সাহায্য করে। অক্স-ব্রিজ (অক্সফোর্ড ও ক্যামব্রিজ) সময় থেকেই লিগ্যাল স্টাডিজে মুট কোর্টের প্রচলন ছিলো।
তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী যখন আইনের করিডোরে প্রবেশ করে, তখনই তার সমাজের মানুষের সঙ্গে একটি অলিখিত চুক্তি হয়ে যায়। মানুষ চায় আইন তাকে জাস্টিস দিবে। আইনের শিক্ষার্থীদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই।তারা সব জায়গায় নিজেকে রিলেভ্যান্ট হিসেবে তৈরি করতে পারে।
অনুষ্ঠানে মুট কোর্ট সোসাইটির কমিটি ঘোষণা করেন সোসাইটির অ্যাডভাইজর সহকারী অধ্যাপক আয়েশা সালেহ্। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তন্বী সাহা ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুয়েনা আক্তার।
এছাড়া সাধারণ সম্পাদক পদে রয়েছেন ফারজানা শুভ্রা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আসাদুল ইসলাম, ট্রেজারার পদে আন্তর হোসাইন ও সদস্য পদে রয়েছেন তাহসিনা খান, তহুরা আনজুম ও মো. আরব আলী।অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টিম, রানার্সআপ টিম, সেরা রিসার্চার, সেরা মুটার ও অন্যান্য প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।