সারাদিন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের প্রথম পুনর্মিলনী। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। উপাচার্য বলেন, অ্যালামনাই হলো বিশ্ববিদ্যালয় উন্নয়ন কার্যক্রমের একটি অংশ। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইয়ের অনেক ভূমিকা থাকে। তারা ল্যাবরেটরি করে দেয়। যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে সাহায্য করে থাকে। বিভাগের নানাকাজে সহায়তা করে। এছাড়াও বিভাগের সঙ্গে কাজগুলো করার মাধ্যমে একটা সেতুবন্ধন তৈরি করে।
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার সভাপতিত্বে এবং বিভাগের সহকারী অধ্যাপক এস এম তানভীর আহমেদ এবং উম্মে সালমা হৃদয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদসহ বিভাগীয় শিক্ষক এবং শিক্ষার্থীরা।