জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলামসহ প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টকে আগামীকাল বিকেল তিনটার মধ্যে পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়করা মতবিনিময় শেষে প্রশাসনিক ভবনের সামনে দুপুর সাড়ে তিনটায় বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনে যতো আওয়ামী দোসর রয়েছে তাদের পদত্যাগ করতে হবে। যদি তারা পদত্যাগ করতে না চান তাহলে কীভাবে পদত্যাগ করাতে হবে তা ছাত্রসমাজ জানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি ইতোমধ্যে পদত্যাগ করেছেন কিন্তু আমাদের ভিসি কেনো এখনো পদত্যাগ করছেন না তার পেছনে যদি কারো হাত থাকে ছাত্রসমাজ তাদের মোকাবিলা করতে প্রস্তুত।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক স্বর্ণ আক্তার রিয়া বলেন, আমরা আজ বিকেল তিনটা পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি।
এর মধ্যে উপাচার্য ড. সাদেকা হালিম, রেজিস্ট্রার অধ্যাপক ড আইনুল ইসলাম, হল প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী, প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচিতে যাবো।