জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দ্য ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) এর কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল টাইসি। বৃহস্পতিবার সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎকালে তারা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় তারা উভয়েই ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আইএফইএস এর মাঝে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধি করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও ডেমোক্রেসি ফ্রম থিওরি টু প্র্যাকটিস কোর্স কো-অর্ডিনেটর মেজবাহ-উল-আজম সওদাগর, বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক ড. নাছির আহমাদ, অর্থ ও হিসাব পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং সহকারী প্রক্টর ড. নঈম আকতার সিদ্দিক উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আইএফইএস-এর কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল টাইসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ডেমোক্রেসি ফ্রম থিওরি টু প্র্যাকটিস কোর্সটির প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ আইনুল ইসলাম এবং আইএফইএস এর প্রকল্প কর্মকর্তা রাকিবুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পরিচালিত এক্সট্রা কারিকুলার ট্রেনিং প্রোগ্রাম ডেমোক্রেসি ফ্রম থিওরি টু প্র্যাকটিস কোর্স পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন।