জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শারীরচর্চা শিক্ষা কেন্দ্রে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদেররের (কাজী মনির) বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন সংবাদমাধ্যমে এ অভিযোগে প্রতিবেদন প্রকাশের পর অভিযোগের সত্যতা যাচাইয়ে এ কমিটি গঠন করা হলো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
দুই সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম এবং সদস্য হিসেবে আছেন শিক্ষক সমিতির সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল হক। বিষয়টির সত্যতা যাচাই করে অতি দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে।
ডেপুটি রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদেরর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, অভিযুক্ত আব্দুল কাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার। এ পদের প্রভাব ও দাপট দেখিয়ে টেন্ডারবাজি ও বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে প্রশাসনকে না জানিয়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের গাছ চুরি, পুকুরে চুরি করে মাছ চাষ, সদরঘাটে বাস ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা বিতর্কিত কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।