জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় এক বখাটে যুবককে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পুরান ঢাকার পাতলা খান লেনের একটি সড়ক থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, গতকাল রোববার সন্ধ্যার পর ওই ছাত্রী টিউশনি শেষে বাসায় ফিরছিলেন। এ সময় শহিদুল ইসলাম (২৭) নামের এক যুবক পেছন থেকে মুঠোফোনে ওই ছাত্রীর ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে হুমকি দেয় ওই বখাটে। একপর্যায়ে ওই বখাটে স্থানীয়দের ডেকে এনে ওই ছাত্রীর সঙ্গে তর্ক শুরু করে। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আতিয়ার রহমানের নজরে আসে বিষয়টি। ভুক্তভোগী ছাত্রীর পরিচয় জানতে পেরে তিনি পরিচয় দিয়ে প্রতিবাদ করলে ওই শিক্ষকেও মারধরের হুমকি দেয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর এবং কয়েকজন শিক্ষক হাজির হলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়দের সহায়তায় তাকে ধরে সূত্রাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার বিষয়ে সূত্রাপুর থানার পুলিশ পরিদর্শক নাহিদুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা ওই যুবককে লিখিত অভিযোগের ভিত্তিতে আটক রেখেছি। তাকে আদালতে চালান করা হবে।
জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক একজন সহকারী প্রক্টরকে পাঠাই। বখাটে যুবককে আটক করে থানায় দেয়া হয়েছে। ওই শিক্ষার্থী যদি মামলা বা অন্য কোনে আইনি পদক্ষেপ নিতে চান আমরা সব ধরনের সহযোগিতায় করবো।