নানা আয়োজনে মধ্যে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অ্যালামনাইয়ের সভাপতি ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, একটি অ্যালামনাই চাইলে তার বিভাগকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা চাইলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অনেক কিছু করতে পারেন। এই বিভাগে একটি ক্লাইমেট চেঞ্জ রিসার্চ সেন্টার করে দিতে পারেন যাতে শিক্ষার্থীরা রিসার্চ করতে পারে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের রিইউনিয়ন হচ্ছে একটি সেতুবন্ধন। বিশ্বের বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইগুলো বিভাগকে অনেক সাহায্য করে। বর্তমানে পুরো বিশ্বে যে তাপদাহ চলছে এটি নিরাময়ে এই বিভাগের গবেষণা ও ফিল্ড ওয়ার্কে প্রয়োগ করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিভাগের শিক্ষক নিউটন হাওলাদার। এসময় ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।