দৈনিক শিক্ষাডটকম দিনাজপুর: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষক নেতা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে রাজধানীর সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার দাবি করেছেন দিনাজপুরের শিক্ষকরা।
ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নেতাকে বরখাস্তের প্রতিবাদ এবং এ আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষকবন্ধন করেছেন তারা।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সামনে শিক্ষকবন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) দিনাজপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। শিক্ষকবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন সংগঠনটির নেতরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিটিএর দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাতলুবুল মামুন, সিনিয়র সহসভাপতি মো. ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হাকিম, কোষাধ্যক্ষ এ কে এম ফজলুল হক, সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাসউদ আলম, ক্রিসেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা ইয়াসমিনসহ অনেকে।