জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা ১২ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য আবেদনের শুরু ১২ সেপ্টেম্বর । এই কার্যক্রম শেষ হবে ৩০ সেপ্টেম্বর । জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ০৩ সেপ্টেম্বর তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে। যারা ইতোপূর্বে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে আবেদন ফি জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অন-লাইন থেকে সংগ্রহ করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
ভর্তি বিষয়ক অন্যান্য তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করুন: (www.nu.ac.bd/admissions)