জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষার শুরু হচ্ছে ৬ জুন থেকে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এ চিঠিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, আগামী ৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত পরিবর্তিত নতুন তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর ১ টা থেকে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
কেবলমাত্র অধ্যক্ষ-ভারপ্রাপ্ত কর্মকর্তা জরুরি প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মু. সাইফুল ইসলাম নিশাতের ০১৩১৩-০৫২৩৬১- মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলে জানানো হয়েছে।