জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে শিক্ষার্থীপিছু ২০২১ খ্রিষ্টাব্দে ব্যয় হয়েছে ৭৪৩ টাকা। অপর দিকে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় লালমনিরহাটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি ওই বছর শিক্ষার্থীপিছু ব্যয় হয়েছে ৭ লাখ ৮৮ হাজার টাকা-যা সর্বোচ্চ ব্যয় করছে। শিক্ষার্থীপিছু ব্যয়ের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপিছু ২০২১ খ্রিষ্টাব্দে ব্যয় ৫ লাখ ৯৩ হাজার টাকা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীপিছু ব্যয় যেখানে ১ লাখ ৮৫ হাজার টাকার বেশি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইউজিসি বলছে, ২০২১ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ২১টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয় আগের বছরের তুলনায় বেড়েছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ১৬টি বিশ্ববিদ্যালয়ের আগের বছরের তুলনায় কমেছে।
প্রতিবেদনের তথ্য বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীপিছু সরকারের বার্ষিক ব্যয়ে যে বিস্তর ব্যবধান রয়েই গেছে। বিগত বছরগুলো প্রতিবেদনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীপিছু ব্যয়ের ফারাক দেখতে পাওয়া যায়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।