‘বিজ্ঞান গবেষণায় গণিত’ প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনের ‘জাতীয় গণিত সম্মেলন-২০২২’ শুরু হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল আলম।
উপচার্য বলেন, বিজ্ঞান শিক্ষায় গণিত অন্যতম মুখ্য বিষয়। বিজ্ঞান গবেষণায় গণিতের ব্যবহার অপরিহার্য। এ জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী হতে হবে।
উপাচার্য আশা প্রকাশ করেন, গণিত সম্মেলন নবীন গবেষকদের দক্ষতা ও মান বৃদ্ধিতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক মো শহীদুল ইসলাম ২০৪১ খ্রিষ্টাব্দের মধ্যে দারিদ্র দূরীকরণ ও উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলন আয়োজক কমিটির সভাপতি জাবির গণিত বিভাগের অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, যে কোনো গবেষণায় গণিত আবশ্যক। বর্তমানে গাণিতিক, প্রকৌশল, মেডিসিন, জীববিজ্ঞান ও অর্থনীতি সব ধরনের গবেষণায় গণিতের ব্যবহার বাড়ছে। এ জন্য গণিতের ওপর দক্ষতা অর্জন করতে হবে।
বাংলাদেশ গণিত সমিতির পৃষ্ঠপোষকতায় এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো আবু নাঈম শেখ, জাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফরিদ আহমদ, বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক ড. বাবুল হাসানসহ অনেকে। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন।