জাবিতে বর্ণবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন - দৈনিকশিক্ষা

জাবিতে বর্ণবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক শিক্ষাডটকম, জাবি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ফুটবল দলের অন্যতম প্রধান খেলোয়াড় ও জাতীয় ফুটবল দলের (অনুর্ধ্ব-২৩) খেলোয়াড় মো. মাহমুদুল হাসান কিরনকে কটাক্ষ করে অশালীন ও বর্ণবাদী ভাষায় বিশেষ প্ল্যাকার্ড প্রদর্শন করার প্রতিবাদে মানববন্ধন এবং উপচার্য বরাবর প্রতিবাদলিপি প্রদান করেছেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে একটি র‍্যালি নিয়ে উপাচার্য বরাবর একটি প্রতিবাদলিপি দেন তারা। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এমন বর্ণবাদী আচরণের প্রতি ঘৃণা জানিয়ে ব্যাক্তিগত প্রোফাইল ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপগুলোতে প্রতিবাদের ঝড় তোলেন সাবেক ও বর্তমান অনেক শিক্ষার্থী।

জানা যায়, গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও অর্থনীতি বিভাগের মধ্যে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে ও পরবর্তী সময়ে অর্থনীতি বিভাগের কতিপয় শিক্ষার্থীরা এমন বর্ণবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 

মানববন্ধনে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা বলেন, আমরা মানুষকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবো। কখনো কাউকে তার প্রতিবন্ধকতা কিংবা তার গায়ের রং এসব দিয়ে দেখা একেবারে অনুচিত। 

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি উচ্চ শিক্ষা এবং সুশিক্ষা নিতে। আমরা এখানে বর্ণবাদ কিংবা কোন ধরনের বৈষম্যমূলক কার্যক্রম শিখতে কিংবা শিক্ষা দিতে আসিনি। আমরা কোধরণের ফ্যাসিজম, র‍্যাসিজম ধারণ করবো না এবং এটিকে ঘৃণা করি। 

প্রতিবাদলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বর্ণবাদী আচরণ অপ্রত্যাশিত। আমরা মনে করি, বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশে বর্ণবাদের কোনো স্থান নেই। 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের এহেন আচরণের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রত্যাশা করছি, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও যৌক্তিক আচরণ করবেন, যোগ করেন তিনি।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগে নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ - dainik shiksha পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগে নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ ৭৫ হাজার শিক্ষার্থীর অভিভাবককে ইউএনওর খোলা চিঠি - dainik shiksha ৭৫ হাজার শিক্ষার্থীর অভিভাবককে ইউএনওর খোলা চিঠি শিক্ষকদের সতর্ক করে বদলি আবেদনের তারিখ ঘোষণা - dainik shiksha শিক্ষকদের সতর্ক করে বদলি আবেদনের তারিখ ঘোষণা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৯ ডিসেম্বর - dainik shiksha বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৯ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেয়া উচিত - dainik shiksha জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেয়া উচিত please click here to view dainikshiksha website Execution time: 0.0038480758666992