র্যাগিং, মাদক ও গণরুমমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করি’ শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিং, মাদক ও গণরুমবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহুয়া মঞ্চে গিয়ে শেষ হয় র্যালিটি।
এ সময় বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, মাদক ও গণরুম বিলুপ্তির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
উপাচার্য বলেন, আমরা একটা বিপ্লবের মাধ্য দিয়ে এই স্বাধীনতা পেয়েছি। আর সেই স্বাধীনতার সুফল সবাই ভোগ করবেন। তারই অংশ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় র্যাগিং, মাদক ও গণরুমমুক্ত নিশ্চিত করতে চাই।
এ সময় উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।