জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ চারজনকে আটক করেছে আশুলিয়া থানা-পুলিশ। মোস্তাফিজুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
তিনি জানান, আটক ৪ জনের মধ্যে মোস্তাফিজুর রয়েছে। তবে বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও মামুন নামের বহিরাগত এক যুবক।
জানা গেছে, ভুক্তভোগী দম্পতি পূর্ব পরিচিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়ানোর কথা বলে প্রথমে ওই নারীর স্বামীকে ক্যাম্পাসে ডেকে আনেন বহিরাগত মামুন। পরে সন্ধ্যার পর স্বামীকে দিয়ে কৌশলে স্ত্রীকে ডেকে আনেন অভিযুক্তরা। পরে অভিযুক্ত মামুন ও মোস্তাফিজ কৌশলে ওই নারীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখেন। পরে তাঁরা ওই নারীকে স্বামীর কাছে নেওয়ার কথা বলে হলটির পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানেই পালাক্রমে ধর্ষণ করেন।
এদিকে ঘটনাটি বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই শিক্ষার্থীদের একটি অংশ দায়ীদের বিচার দাবি করে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী নারীর স্বামীকে বেধড়ক পেটানো হয়েছে। অবিলম্বে অভিযুক্ত জাবি শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি জানান তাঁরা। এ ছাড়া অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তাঁরা।