জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা থেকে আগামী রোববার থেকে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া জরুরি সিন্ডিকেট সভা থেকে আজ সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্তও হয়।
আজ বুধবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জরুরি সিন্ডিকেট সভা থেকে আগামী রোববার থেকে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হলেও উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রাম আপাতত চালু হচ্ছে না। জরুরি সিন্ডিকেট সভা থেকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোনোভাবেই প্রাক্তন ও বহিরাগত কেউ অবস্থান করতে পারবে না।
এর আগ ১৭ জুলাই (বুধবার) কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেইসঙ্গে আবাসিক শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।