জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের আদেশ মঙ্গলবার (২৭ আগস্ট) প্রত্যাহার হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মো. মনির। সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
শিশির মনির বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর সেনা দপ্তরে এবং রাষ্ট্রপতির ভবনে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠন করার সময় জামায়াতে ইসলামী তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ, বর্তমান সরকার এবং আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে জামায়াত অন্যান্য স্বাভাবিক দলের মতো কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জামায়াতের বিষয়ে যেহেতু কিছু আইনি বিষয় আছে, তাই সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে জামায়াতের নিযুক্ত চার আইনজীবী দফায় দফায় বৈঠক করেছেন। প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে এমনকি আগামীকালকের মধ্যেই নিষিদ্ধের আদেশ পত্যাহার হতে পারে।
অসৎ উদ্দেশ্য তৎকালীন আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিলো বলে মন্তব্য করে এ আইনজীবী বলেন, সন্ত্রাস বিরোধী আইনের ১৯ নম্বর ধারা অনুযায়ী সরকার আদেশ প্রত্যাহার করতে পারে।
এদিকে জামায়াত নিবন্ধন নিষিদ্ধের বিরুদ্ধে আপিল বিভাগে পুনর্বিবেচনা চেয়ে শীঘ্রই আবেদন করা হবে বলে জানান শিশির মনির। প্রসঙ্গত, গত ১ আগস্ট জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।