জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল আটটা হতে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, জয়বাংলা গেট ও বিশমাইল গেট সংলগ্ন এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান প্রচার করা হচ্ছে।
সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন চত্বরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন আবাসিক হলেও সন্ধ্যা থেকে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান প্রচার করা হচ্ছে।