জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ে কয়েকটি পদে নিযোগ দেওয়া হবে।
পদের বিবরণ
১। শূন্যপদে অফিস সহকারী কাম হিসাব সহকারী - ১জন
২। নবসৃষ্ট শূন্য পদে কম্পিউটার ল্যাব অপারেটর - ১ জন শিক্ষাগত যোগ্যতা : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক –কর্মচারী নিয়োগ বিধি ২০২১ মোতাবেক (সুন্দর হাতের লিখা অভিজ্ঞতা সম্পন্ন /ইনডেক্সধারীদের অগ্রাধিকার দেয়া হবে),
৩। সহকারী শিক্ষক ইসলাম ধর্ম - ২ জন (সংশ্লিষ্ট বিষয়ে ফাজিল/কামিল, মহিলা অধিকার)
৪। সহকারী শিক্ষক ইংরেজি (বিদ্যালয়ের অর্থায়নে) - ২ জন (সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক)
৫। সহকারী শিক্ষক গণিত - ২ জন (সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক)
৬। সহকারী শিক্ষক জীব বিজ্ঞান - ২ জন (সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক)
৩-৬ নং পদে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বেতন দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ১৫ এপ্রিল শনিবার সকাল ৯ টায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবদনপত্রসহ (আবেদনপত্রের সাথে সকল পাসের সনদ, মার্কসীট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, স্থানীয় কাউন্সিলর/চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে) উপস্থিত থাকার অনুরোধ করা হল।
গত ১৮/১১/২০২২ তারিখ এবং ০৯/০৩/২০২৩ তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন এবং গত ১৮/০৩/২০২০ তারিখে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
যোগাযোগ:- জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়, ১৮১৬, হাজী খোরশেদ আলী সরদার রোড, পূর্ব জুরাইন, কদমতলী, ঢাকা-১২০৪