জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে ৩৫ পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতিটি পিরিয়ড হবে ৪৫ মিনিটের। ভোকেশনাল শিক্ষাক্রমের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে প্রতিদিন সাত পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে। আর এসব শ্রেণিতে কর্মমূখী প্রকৌশল শিক্ষার ব্যবহারিক ক্লাস তিন পিরিয়ড একত্রে অনুষ্ঠিত হবে। আগে জেএসসি ভোকেশনালে সপ্তাহে ছয় দিনে মোট ৩৬টি ক্লাস হতো। এ বছর শিক্ষা কার্যক্রম সপ্তাহে ৫ দিন হওয়ায় জেএসসি ভোকেশনালের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা পুনর্বিন্যাস করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
বুধবার বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একইসঙ্গে জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পিরিয়ড ও নম্বর বিন্যাস প্রকাশ করা হয়েছে।
বোর্ডের পরিচালক (কারিকুলাম) ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রম প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৩৬ পিরিয়ডের পরিবর্তে ৩৫ পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে। এ শিক্ষাক্রমে প্রতি শিক্ষাবর্ষের প্রাতিষ্ঠানিক সময়কাল ৩৬ কার্য সপ্তাহ। প্রতি সপ্তাহ হবে ৫ দিনের ও প্রতিদিন ৭ পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে। এ শিক্ষাক্রমে প্রতি পিরিয়ডের সময় হবে ৪৫ মিনিট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্মমুখী প্রকৌশল শিক্ষা বিষয়ের ক্ষেত্রে ব্যাবহারিক ক্লাস (তিন পিরিয়ড) একত্রে অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় অনুসন্ধানমূলক কাজগুলো প্রয়োজনে ব্যাবহারিক ক্লাসে সম্পন্ন করতে পারবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল প্রযুক্তি শিক্ষা বিষয়ের ক্ষেত্রে দুইটি ক্লাস একত্রে কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হবে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ব্যাবহারিক ক্লাসে তত্ত্বীয় বিষয়গুলো আলোচনা করতে হবে।
জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পিরিয়ড ও নম্বর বিন্যাস দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।