দৈনিক শিক্ষাডটকম, রাবি : দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ মো. শামসুজ্জোহার শাহাদাৎ বার্ষিকীর দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে শহীদ জোহা চত্বরের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ক্লাবের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা এ দাবি জানান।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি তুহিনূজ্জামান বলেন, জোহা স্যার শিক্ষার্থীদের শিখিয়ে গেছেন কীভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। জোহা স্যার মানে আদর্শ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তিনি শিক্ষার্থীদের বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করেছেন। কিন্তু পরিতাপের বিষয় তাঁর আত্মত্যাগের কতোটা মূল্য আমরা দিতে পেরেছি? তাঁর এই আত্মত্যাগ এখনো জাতীয়ভাবে মূল্যায়িত হয়নি। ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও সরকারের কাছে দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার জন্য অনুরোধ জানান।
প্রসঙ্গত, ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের বাঁচাতে গেলে পাকিস্তানি হানাদাররা বেয়নেট দিয়ে খুঁচিয়ে শহীদ ড. শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা দিনটিকে জোহা দিবস হিসেবে পালন করে আসছেন।