জয়পুরহাটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন গোপীনাথপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। গত সাত দিন ধরে একাডেমিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে এ কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। গতকাল বুধবার সকালেও জেলা বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ও ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা জানান, তাদের ছয় দফা দাবি রয়েছে। এ দাবি বাস্তবায়নে কেন্দ্রীয়ভাবে সারা দেশের ১৩টি আইএইচটিতে এই কর্মসূচি পালিত হচ্ছে।
জেলা বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হাফিজ আল আসাদ বলেন, আমরা ফার্মেসি ও ল্যাব টেকনোলজি ডিপ্লোমাধারী বৈষম্যের শিকার হচ্ছি।
জানাতে চাইলে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বিষয়টি খুব দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।