দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝালকাঠিতে বৈরি আবহাওয়া রিরাজ করছে। রোববার ভোর থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে ছিলো। সেই সঙ্গে থেমে-থেমে বইছে ঝড়ো হাওয়। নদীর পানিও স্বাভাবিকের চেয়ে বেশি।
পানি উন্নয়ন বোর্ড বলছে এখনো জেলার ১১টি নদীর পানি ৬৪ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রেডক্রিসেন্ট সোসাইটিসহ স্বেচ্ছাসেবক সংগঠন নদী তীরবর্তী এলাকায় লাল পতাকা টাঙিয়ে সতর্কতায় প্রচারণা চালাচ্ছে।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারহাগুল নিঝুম জানিয়েছেন, জেলায় ৮৮৫টি আশ্রয়কেন্দ্র ও ৬২টি সাইক্লোন সেল্টারসহ ৩৭টি মেডিক্যাল টিম ও শুকনো খাবাব-পানি প্রস্তুত রাখা হয়েছে।