টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স - দৈনিকশিক্ষা

টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

জার্মানির হামবুর্গে ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে পেনাল্টি শুটআউটে পর্তুগালকে ৩-৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স।

খেলায় নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটেও কোনো ফল না আসায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচ। তাতে পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠলো ফ্রান্স।

আগামী মঙ্গলবার মিউনিখে প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। এছাড়া আজ দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারায় স্পেন। তারাও খেলবে সেমিফাইনাল।

এবার শেষ আটে ফ্রান্স বা পর্তুগাল কারোরই উঠে আসার পথ মসৃণ ছিল না। গ্রুপ পর্বে মাত্র এক ম্যাচ জেতা ফ্রান্স শেষ ষোলোয় বেলজিয়ামকে হারিয়েছিল ১-০ গোলে। আর পর্তুগালের শেষ ষোলোয় স্লোভেনিয়াকে হারাতে অপেক্ষা করতে হয়েছে টাইব্রেকার পর্যন্ত।

আজকের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে ছিল পর্তুগাল। যদিও গোলের বেশ কিছু সম্ভাবনা তৈরি করেও আক্রমণ করতে পারেননি রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভারা। অন্যদিকে, প্রথমার্ধে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেননি কিলিয়ান এমবাপ্পে, রান্দাল কোলো মুয়ানি, আঁতোয়ান গ্রিজমানরাও। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই পরিস্থিতি ছিল।

ম্যাচের ৬০ মিনিটের পর দু’টি দারুণ সুযোগ তৈরি করে পর্তুগাল। ৬২ মিনিটে জোয়াও কানসেলোর দারুণভাবে বাড়ানো বল ধরে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি বক্সে ঢুকে কোনাকুনি শট নেন। তবে একটু আগেভাগে নেওয়া শটটি ডান দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন ফ্রান্স গোলকিপার মাইক মেইগনান। দুই মিনিট বাদে ভিতিনহার সোজাসুজি নেওয়া শটও প্রতিহত হয় তার হাতে। ফিরতি বল রোনালদো পান পোস্টের এক পাশে, পায়ের টোকায় জালে পাঠাতে চাইলেও মেইগনানের গায়ে লেগে আবার বাধাপ্রাপ্ত হয়।

পর্তুগালের পর গা ঝাড়া দিয়ে ওঠে ফ্রান্সও। ৬৬ মিনিটে কোলো মুয়ানি অনেকটাই একা পেয়ে যান কস্তাকে, কিন্তু মাঝে রুবেন দিয়াজে আটকে যান তিনি। বল যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। এর পাঁচ মিনিট পর এদুয়ার্দো কামাভিঙ্গার সামনেও বাধা ছিল শুধু পর্তুগালের গোলকিপার। কিন্তু তাড়াহুড়োয় শট নিয়ে তিনিও বল পাঠান বাইরে দিয়ে।

দশ মিনিটের মধ্যে দুই দলের চারটি সুযোগ নষ্টের মাধ্যমে খেলা বেশ জমে ওঠে। তবে কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসে ‘আগে রক্ষণ’ সামালের মন্ত্র। নিধারিত নব্বই মিনিটে গোলশূন্যই থাকে ম্যাচ। এরপর অতিরিক্ত সময়ের খেলায় তৃতীয় মিনিটেই ভালো সুযোগ আসে রোনালদোর সামনে। কাইসেদোর বাড়ানো বল আট গজ দূরে পেয়ে প্রথম স্পর্শেই জালে পাঠানোর চেষ্টা করেন তিনি। তবে বল উঁচু হয়ে চলে যায় পেছনের গ্যালারিতে। বাকি পুরোটা সময়ও দুই দলের কেউ গোল করতে পারেননি। সবশেষে ম্যাচ পেনাল্টিতে গড়ায়।

৪৭তম বিসিএসে প্রিলি ও লিখিত পরীক্ষার প্রশ্ন জমা দিতে হবে - dainik shiksha ৪৭তম বিসিএসে প্রিলি ও লিখিত পরীক্ষার প্রশ্ন জমা দিতে হবে মেডিক্যালে ভর্তিতে ‘অটোমেশন’ বাতিলের দাবিতে মানববন্ধন - dainik shiksha মেডিক্যালে ভর্তিতে ‘অটোমেশন’ বাতিলের দাবিতে মানববন্ধন অস্ত্র মামলায় স্কুলছাত্র কারাগারে - dainik shiksha অস্ত্র মামলায় স্কুলছাত্র কারাগারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাদরাসার ৪১ জাল শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha মাদরাসার ৪১ জাল শিক্ষকের এমপিও বাতিল রাবিতে সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক - dainik shiksha রাবিতে সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক ভর্তি হয়ে প্রতারিত হলে দায় নেবে না ইউজিসি - dainik shiksha ভর্তি হয়ে প্রতারিত হলে দায় নেবে না ইউজিসি পঞ্চম গণবিজ্ঞপ্তি: কপাল খুললো ভুল চাহিদায় সুপারিশ পাওয়াদের - dainik shiksha পঞ্চম গণবিজ্ঞপ্তি: কপাল খুললো ভুল চাহিদায় সুপারিশ পাওয়াদের কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0035898685455322