কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক বিধবা বৃদ্ধার সঞ্চয় করা এক লাখ চল্লিশ হাজার টাকা জোর করে কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে তার দুই ছেলে ও পুত্রবধূদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে অভিযুক্তদের গ্রেফতার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লা-হিল জামান দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভুক্তভোগী ওই মা হলে ওমরমজিদ ইউনিয়নের কুমরগঞ্জ গ্রামের ছালেহা বেগম (৭৪)। গ্রেফতারকৃতরা হলেন, তার ছেলে জাবেদ আলী ও সাদেক আলী এবং তাদের স্ত্রী জেসমিন বেগম ও স্বপ্না বেগম।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর বৃদ্ধা মা ছালেহা বেগমের জমিজমা সবই তার দুই ছেলে ছেলে জাবেদ আলী ও সাদেক আলী নানাভাবে নিজেদের নামে লিখে নেন। সর্বশেষ তার সারা জীবনের সঞ্চয় করা এক লাখ চল্লিশ হাজার টাকা কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেন দুই ছেলে ও ছেলেদের স্ত্রী জেসমিন বেগম ও স্বপ্না বেগম।
ওই বৃদ্ধা মায়ের অভিযোগ, নিয়মিত ছেলে ও ছেলেদের বউরা মিলে চালাতো নানাবিধ মানসিক ও শারিরীক নির্যাতন। এমন অভিযোগের প্রেক্ষিতে রাজারহাট থানা পুলিশ বিধবা বৃদ্ধা ছালেহা বেগমের দুই ছেলে ও প্ররোচনা দেয়া দুই ছেলের স্ত্রীদের ভরণপোষণ আইনের আলোকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লা-হিল জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে অভিযুক্ত দুই ছেলে ও দুই ছেলের স্ত্রীদের গ্রেফতার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।