আশ্রয়ণ প্লকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে টাঙ্গাইল সদর উপজেলার আরো ৬৭টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারের নতুন ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর সদর উপজেলা পরিষদ হলরুমে টাঙ্গাইল সদর উপজেলার ৬৭ টি পরিবারের মাঝে নবনির্মিত ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
এ সময় সদর উপজেলার শিবপুর এলাকার মানিক মিয়া ও তার স্ত্রী চাম্পা বেগম ঘর পেয়ে খুশি। তাদের সাথে কথা বলে জানা যায়, তাদের ৫ জনের সংসার। তারা কাগমারা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। মানিক রিকশা চালক ও তার স্ত্রী অন্যের বাসায় কাজ করতেন। তারা দু'জনে যা আয় করতেন তা দিয়ে কোনো রকম সংসার চলতো তাদের। তারা ঘরে পেয়ে আনন্দিত। এখন আর তাদের বাসা ভাড়া করে থাকতে হবে না। প্রধানমন্ত্রীর দেয়া ঘরে তারা সুন্দর ভাবে জীবন-যাপন করতে পারবেন। মানিক ও চাম্পা ঘর পেয়ে খুশি হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, বাঘিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এস এম মতিউর রহমান মন্টু, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান মজনু চৌধুরী, দাইন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেনসহ সরকারি কর্মকর্তারা।