উচ্চশিক্ষার জন্য বর্তমানে দেশের অনেক শিক্ষার্থী বিদেশে যাচ্ছে। উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় আছে নেদারল্যান্ডস। ইউরোপের দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটি হলো ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির বৃত্তি। এ বৃত্তির আওতায় টিউশন ফি ছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। শিক্ষার মানের জন্য বিশ্ববিদ্যালয়টিতে প্রতিবছর প্রচুর আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভর্তি হয়। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ১৩টি ডাচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রতিষ্ঠান। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টিতে ২২ হাজার ৯৭৬ শিক্ষার্থী ছিলেন। যাদের মধ্যে ৫৯ শতাংশ ছিলেন নেদারল্যান্ডসের বাইরের শিক্ষার্থী।
সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে অনেক সুবিধা। ২৫ মাসের প্রোগ্রামে জীবনযাত্রার ব্যয় মেটাতে ৩০ হাজার ৬২৫ ইউরো দেয়া হবে, যা প্রায় ৪০ লাখ টাকার বেশি। এছাড়াও ১৩ মাসের প্রোগ্রামে দেয়া হবে ১৫ হাজার ৯২৫ ইউরো যা প প্রায় ২০ লাখ ৮১ হাজার টাকা। এ ছাড়া টিউশন ফি, ভিসা ফি এবং স্বাস্থ্যবিমার সুযোগ থাকছে।
আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের অবশ্যই ২০২৫-২৬ সেশনে ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। আবেদনকারীদের অবশ্যই স্নাতকে ভালো ফলধারী হতে হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হলে আবেদন করা যাবে না।
আবেদনের পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।