ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে প্রথমবার থামল মেট্রোরেল। মেট্রোরেলের একটি স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি উপকণ্ঠে স্থাপিত হয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের জন্য অনেক বড় উপকার হয়েছে। এখন আর দূর থেকে কষ্ট করে আসতে হবে না।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা মেট্রোট্রেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়।
গত বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন ছিদ্দিক জানান, দ্বিতীয় অংশের উদ্বোধনের তিন মাসের মধ্যে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালুর কথা বলা হয়েছিল। সে ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হচ্ছে।
বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। আজ থেকে এই তালিকায় যুক্ত হলো বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর ২০ টাকা, বিজয় সরণী ও আগারগাঁও ৩০, শেওড়াপাড়া ৪০, কাজীপাড়া ৫০, মিরপুর-১০ ৫০, মিরপুর-১১ ও পল্লবী ৬০, উত্তরা (দক্ষিণ) ৭০, উত্তরা (মধ্য) ৮০ এবং উত্তরা (উত্তর) ৯০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
স্টেশন চালু হলেও সময়ের কোনো পরিবর্তন হবে না। আগের যে সময়সূচি সে অনুযায়ী মতিঝিল ও আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল করবে। পর্যায়ক্রমে শাহবাগ ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনও খুলে দেওয়া হবে। সবগুলো স্টেশন খুলে দেওয়ার পরই সময় পর্যায়ক্রমে বাড়বে।
গত ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ৫ নভেম্বর উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল।