স্কুলে টিপ পরে যাওয়ায় শিক্ষকের মারধরের শিকার হওয়া এক শিক্ষির্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ভারতের ঝাড়খণ্ডের তেতুলমারি এলাকায় গত সোমবার এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, একটি ইংরাজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী কপালে টিপ পরে স্কুলে যাওয়ায় তাকে বকাঝকা করেন এক শিক্ষিকা। এমনকি মারধরও করেন বলে অভিযোগ। আর এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।
ধানবাদ থানার পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীর স্কুল ইউনিফর্মের পকেটে একটি সুইসাইড নোট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, মৃত্যুর জন্য ওই শিক্ষিকা এবং স্কুলের প্রিন্সিপালই দায়ী।
এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার মেয়েটির পরিবার ও প্রতিবেশীরা স্কুলের সামনে বিক্ষোভ করেন। জড়িতদের শাস্তি দাবি করেন তারা।
তেতুলমারি থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই স্কুল শিক্ষিকাকে।