দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: ভারতের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হারমানপ্রীত কৌরদের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বিকেল চারটায় শুরু হবে দিবা রাত্রির ম্যাচটি।
আইপিএলে গতকাল উইকেট না পেলেও বল হাতে দারুণ ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২২। এর মধ্যে একটা ওভার মেডেন নিয়েছেন। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম বোলার হিসেবে মেডেন নিলেন মোস্তাফিজ। টুর্নামেন্টে আজও একটি ম্যাচ আছে। দিনের একমাত্র ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষ দল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ।
ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে এএস রোমার মুখোমুখি হবে বায়ের লেভারকুসেন। অন্য সেমিফাইনালে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামবে আতালান্তা। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসির বিপক্ষে মাঠে নামবে টটেনহাম।
এ মৌসুমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা চেলসি অন্তত কনফারেন্স লিগে জায়গা করে নেওয়ার আশায় আছে। অন্যদিকে টটেনহামের লক্ষ্য পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করা।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।