বিংশ শতকের অন্যতম প্রতিভাশালী ইংরেজ কবি টি এস এলিয়টের আজ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একাধারে কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। এলিয়ট ১৮৮৮ খ্রিষ্টাব্দের ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিশৌরির সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন।
তিনি ২৫ বছর বয়সে ১৯১৪ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে চলে যান এবং ১৯২৭ খ্রিষ্টাব্দে ৩৯ বছর বয়সে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন। তিনি আর কখনো আমেরিকা ফিরে যান নি। এজরা পাউন্ড ছিলেন টমাস স্টেয়ার্ন্স এলিয়ট এর ঘনিষ্ঠ বন্ধু । এলিয়ট ১৯১৫ খ্রিষ্টাব্দের দিকে তার কবিতা দি লাভ সং অব জে আলফ্রেড প্রুফ্রক এর মাধ্যমে সবার নজর কাড়েন। এই কবিতার পরে তার ঝুলি থেকে একে একে বের হয় বিশ্ববিখ্যাত সব কবিতা।
এদের মধ্যে দি ওয়েস্ট ল্যান্ড, দি হলো মেন, অ্যাশ ওয়েন্সডে এবং ফোর কোয়ার্টার্স অন্যতম। তার নাটকগুলোর মধ্যে অন্যতম ছিলো মার্ডার ইন দ্যা ক্যাথেড্রাল। তার বিখ্যাত কবিতা দি ওয়েস্ট ল্যান্ড এর জন্য ১৯৪৮ খ্রিষ্টাব্দে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি অর্ডার অব মেরিট পুরস্কার অর্জন করেন। ১৯৬৫ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।