টুঙ্গিপাড়ায় কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা। বৃহস্পতিবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে ‘রুখে দাড়াও বাংলাদেশ’ শ্লোগানে মুক্তিযোদ্ধারা মাঠে নামে। কোটা আন্দোলনের নামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমুল্যায়নের প্রতিবাদ জানান তারা।
এর আগে সকাল দশটায় টুঙ্গিপাড়া মুক্তিযুদ্ধ ভবন থেকে মুক্তিযোদ্ধারা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটে গিয়ে শেষ হয়।
সভায় মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার শেখ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সিকদার, বীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইনামুল হক, বীর শৈলন্দনাথ মন্ডল।
এ সময় বক্তারা, কোটাবিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ শ্লোগান, কোটাবিরোধী আন্দোলন বন্ধ করাসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। পাশাপাশি তারা মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি জানান।
প্রতিবাদ সভায় টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।