কর্পোরেট সেবা ব্যবহারে সরকারি বাঙলা কলেজ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এ চুক্তির ফলে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে সরকারি বাঙলা কলেজের সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভয়েস, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন কর্পোরেট সেবা দেবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি বাঙলা কলেজের পক্ষে অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্) মোস্তফা কামাল চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সেলিমা আলম, অধ্যাপক সামসুন নাহার বকুল এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্) মো. বেলাল উদ্দিন সজীব, উপ-ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্) নিলুফার ইয়াসমিন ও সহকারী ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্) কাজী মোহাম্মাদ এহসানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।